• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বুধবার হেফাজতের মার্কিন দূতাবাস ঘেরাও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ ডিসেম্বর ২০১৭, ২১:১৩

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে হেফাজতে ইসলাম আগামীকাল বুধবার সকালে মার্কিন দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেলো বৃহস্পতিবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই বিশ্বব্যাপী এর প্রতিবাদ চলছে।

বুধবার সকাল ১১টায় বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে মিছিল নিয়ে রওয়ানা দিবে সংগঠনটি। হেফাজতে ইসলাম ঢাকা মহানগর এ কর্মসূচির আয়োজন করেছে।

ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের জন্য হেফাজতে ইসলাম ঢাকা মহানগর কমিটি বিভিন্ন থানা কমিটির মাধ্যমে পোস্টার লিফলেট বিতরণ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ও মাদ্রাসায় গণসংযোগ করেছে।

কর্মসূচি প্রসঙ্গে হেফাজতের ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, বুধবার সকাল ১০টায় বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়াত হবে নেতা-কর্মীরা। বেলা ১১টার পর মিছিল নিয়ে পল্টন, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক, রামপুরা হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে যাত্রা শুরু হবে। ঘেরাও শেষে দূতাবাসে হেফাজতের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রমজানের আলো নেই জেরুজালেমের রাস্তায়
X
Fresh