• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

আপনারা সেনাবাহিনীকে সহযোগিতা করুন: সেনাপ্রধান

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২৪, ১৭:১১
ছাত্র-জনতাকে ঘরে ফেরার আহ্বান সেনাপ্রধানের
ছবি : সংগৃহীত

আন্দোলনকারী ছাত্র-জনতাকে সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

জনগণের উদ্দেশে সেনাবাহিনী প্রধান আশ্বাস দিয়ে বলেন, প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি অন্যায়ের বিচার হবে। আপনাদের (জনগণ) সব দাবি পূরণ করা হবে।

এ সময় সেনাবাহিনীর প্রতি আশা রাখার আহ্বান জানান সেনাপ্রধান।

তিনি বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন। চলমান আন্দোলনকে কেন্দ্র করে যত হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।

তিনি আরও বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়: তাজুল ইসলাম
রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন
সোশ্যাল মিডিয়ায় সেনাপ্রধানের কোনো অ্যাকাউন্ট নেই