• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

সরকার ধৈর্য ধরলেও সন্ত্রাসীরা দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৪ আগস্ট ২০২৪, ১৬:৪০

সরকার ধৈর্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

রোববার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি আইনশৃঙ্খলা বাহিনী শান্তির পক্ষে থাকলেও রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ ডিসি, এসপি অফিস, আাদালত, আওয়ামী লীগের স্থানীয় কিছু অফিসে ভাঙচুরসহ অগ্নিসন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

তিনি বলেন, কোটা সংস্কারসহ সব দাবি মেনে নেওয়া হয়ে হয়েছে। এখন কোনো শিক্ষার্থী আন্দোলনে নেই। এর পরও এক দফা দাবির মতো রাজনৈতিক দাবি বাস্তবায়নে সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে।

দেশবাসী সন্ত্রাসীদের প্রতিহত করবে উল্লেখ করে এ আরাফাত বলেন, তারা আজ সন্ত্রাস-সহিংসতার মধ্য দিয়ে সরকারের পতন চান। তবে আমরা সংঘাত এড়াতে চাই। আমরা এরপরেও চাই শান্তিপূর্ণভাবে যাতে সমাধান হয়।

এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, বঙ্গবন্ধু কন্যা ডাক দিলে সবাই রাজপথে নেমে আসবে। ২৮ অক্টোবর যাদের মোকাবিলা করেছি তারা আবারও সামনে চলে আসছে। রাজনৈতিকভাবেই এ পরিস্থিতিকে মোকাবিলা করা হবে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাটের নিচে সরকারি ওষুধ, ইউপি সদস্য কারাগারে
চাকরি হারালেন কোটার সুবিধা নেওয়া তরুণী
জনগণের সরকার না আসা পর্যন্ত আন্দোলন চলবে: তারেক রহমান
নেটদুনিয়ায় মধুমিতার বিস্ফোরক ভিডিও বার্তা