• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

শনিবার সারা দেশে জামিন পেল ১০৪ পরীক্ষার্থী

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ২২:২৬
ফাইল ছবি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতার মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে শনিবার ১০৪ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে।

শনিবার (৩ আগস্ট) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

জামিন প্রাপ্তদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, খুলনা বিভাগের ৪ জন, রংপুর বিভাগের ১২ জন ও ময়মনসিংহ বিভাগের ৪ জন।

জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তার পরীক্ষার্থীদের কথা বিবেচনায় আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।

এ জন্য তিনি শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার বিষয়ে উদ্যোগী হতে প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দেন।


মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনু-মেনন-পলক-মামুনের জামিন আবেদন নাকচ
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় জামিন পেলেন বাবর
জামিনে বের হওয়া জঙ্গি-সন্ত্রাসীদের ওপর নজর রাখা হচ্ছে: আইজিপি
মুক্তি পাচ্ছেন শীর্ষ সন্ত্রাসীরা, আন্ডারওয়ার্ল্ড নিয়ে নতুন শঙ্কা