• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৪, ২৩:১৩

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

জানা গেছে, বুধবার (৩১ জুলাই) দেশের সব অফিস-আদালত, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং রাজপথে এই কর্মসূচি পালন করবে তারা।

বিবৃতিতে সমন্বয়ক মাসউদ বলেন, ‘পুরো দেশে আজ বিরাজ করছে ভয়, সন্ত্রাস ও ত্রাসের পরিস্থিতি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালিয়েছে বর্বর গণহত্যা। রাষ্ট্রযন্ত্র স্বৈরাচারী কায়দায় তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষার্থীদের দমন করতে। শিক্ষার্থীদের শরীর থেকে ঝরিয়েছে তাজা রক্ত। পুরো বাংলাদেশের রাজপথগুলো আজ আমাদের ভাই-বোনদের রক্তে রঞ্জিত। কি অপরাধ ছিল এই শিক্ষার্থীদের? স্বাধীন দেশে নিজের অধিকার চাইতে কেন রক্ত দিতে হবে?’

তিনি আরও বলেন, ‘সরকার পুলিশকে গুলি চালানোর গ্যারান্টি দিয়েই ক্ষান্ত হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীদের দমন করতে রামদা, অস্ত্র, রড ও লাটি হাতে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের। তাদের যৌথ হামলায় নিহত হয়েছেন শত শত শিক্ষার্থী ও সাধারণ নাগরিক।’

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এমন পরিস্থিতিতে সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে দেশের সব অফিস-আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনা অনেকগুলো ব্যক্তির সমষ্টি: সমন্বয়ক মাহিন
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট
আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যেই গুলি চালানো হয়: তাজুল ইসলাম
বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা