• ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
logo

হোমল্যান্ডের শত কোটি টাকা লোপাট, প্রতিবেদন দাখিলের নির্দেশ

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ২০:৫০
ফাইল ছবি

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের শত কোটি টাকা লোপাটের ঘটনা তদন্ত করে আগামী ২৭ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৮ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এদিন মামলাটি শুনানির জন্য উত্থাপিত হলে দুদক পক্ষের আইনজীবী মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বিষয়টি নিয়ে ইতোপূর্বে দেওয়া আদেশের আলোকে দুদকের নেওয়া পদক্ষেপের বাস্তবায়ন প্রতিবেদন (কমপ্লায়েজ) দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের টাকা পরিশোধ না করে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের বিষয়ে আনা রিটের প্রেক্ষিতে দেওয়া আদেশের আলোকে অভিযোগ অনুসন্ধানে মহাপরিচালক (মানিলন্ডারিং) বরাবর প্রেরণে কমিশনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে আলোকে দুদকের নিয়োগকারীরা অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত অনুসন্ধান শুরু করেন। এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন আজ দাখিল করা হয়েছে।

রিটের পক্ষের আইনজীবী আক্তার রসুল মুরাদ বলেন, ‘হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্সের ১০৪ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৬৭৮ টাকা লোপাটের অভিযোগ তদন্তে প্রতিষ্ঠানটির ১৪ জন গ্রাহক একটি রিট পিটিশন দায়ের করেন।’

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ অক্টোবর থেকে বিমানবন্দর এলাকায় নতুন নির্দেশনা
সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
হিলিতে আদালতের নির্দেশে কবর থেকে সূর্যের মরদেহ উত্তোলন 
টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ, জেন জি প্যাকেজ চালুর প্রস্তাব