• ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১
logo

ডিবি কার্যালয়ে ঢুকতে পারেনি নাহিদের পরিবার

আরটিভি নিউজ

  ২৮ জুলাই ২০২৪, ১৮:০৭
ছবি : সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। নিরাপত্তার স্বার্থে ডিবি হেফাজতে রাখা হয়েছে তাকে। রাজধানীর মিন্টো রোডে তার সঙ্গে দেখা করতে এসেছিল পরিবার। কিন্তু নাহিদের পরিবারকে মিন্টো রোড থেকে ফিরিয়ে দিয়েছে ডিবি সদস্যরা।

রোববার (২৮ জুলাই) বিকেলে সাড়ে ৪টায় মিন্টো রোডে নাহিদের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নাহিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মা মমতাজ বেগম, দুই ফুপু, এক খালা ও তার স্ত্রী।

এ সময় ডিবি হেফাজতে নাহিদকে নির্যাতন করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তার মা মমতাজ নাহার।

নাহিদের মায়ের অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা ধরে ডিবি কার্যালয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন তারা। নাহিদের সঙ্গে দেখা করতে চাইলেও তাদের ডিবি কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি।

মমতাজ নাহার সাংবাদিকদের বলেন, আমার ছেলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সে কি আদৌও ডিবি অফিসে আছে, সেটাও নিশ্চিত হতে পারছি না।

তিনি বলেন, আগে একবার নাহিদকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। এবারও মারধর-নির্যাতন করা হচ্ছে কি না, শঙ্কিত।

গত শুক্রবার বিকেলে গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। তাদের নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে শুক্রবার রাতে ডিবি জানায়।

নাহিদের মা মমতাজ নাহার বলেন, ডিবি বলছে নিরাপত্তার কারণে তাদের কাছে রেখেছে। সন্তান মা-বাবার কাছে নিরাপদ। ডিবি অফিসে কীসের নিরাপত্তা?

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনা অনেকগুলো ব্যক্তির সমষ্টি: সমন্বয়ক মাহিন
শহীদদের স্বপ্ন বাস্তবায়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে: আবদুল কাদের
তিতুমীর কলেজে সমন্বয়ক পরিচয়ে রুম দখলের প্রতিবাদে মানববন্ধন
আবু সাঈদ হত্যা: হঠাৎ আলোচনায় বেরোবি শিক্ষকের ফেসবুক পোস্ট