• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

অনলাইন ডেস্ক
  ০২ অক্টোবর ২০১৬, ১৩:২০

সাম্প্রতিক সফর নিয়ে রোববার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ১৭ দিনের সফর শেষে শুক্রবার তিনি দেশে ফেরেন।

সফরে ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ ও ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কার পান বাংলাদেশের সরকার প্রধান। এছাড়া ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের সদরদপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের উপর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তু বিষয়ক বৈঠকও যোগ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ‘গ্লোবাল কমপেক্ট ফর সেফ’, ‘রেগুলার অ্যান্ড অর্ডালি মাইগ্রেশন: টুওয়ার্ডস রিয়ালাইজিং দ্য ২০৩০ এজেন্ডা ফরসাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাচিভিং ফুল রেসপেক্ট ফর দ্য হিউম্যান রাইটস অ্যান্ড মাইগ্র্যান্টস’ শীর্ষক গোলটেবিলে কো-চেয়ারেরও দায়িত্ব পালন করেন।

তিনি ২০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত কাউন্টার টেররিজমের উপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে অংশ নেন।

২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন।

ভার্জিনিয়ার উদ্দেশে সেদিনই নিউইয়র্ক ছাড়েন শেখ হাসিনা। সফরের সবশেষ কর্মসূচিতে গেল বুধবার বাংলাদেশিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেখানেই পালন করেন নিজের ৭০তম জন্মদিন।

২৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও পরিবারের সদস্যদের অনুরোধে আরো ৪দিন তিনি সেখানেই থেকে যান। দেশে ফিরেন গেল শুক্রবার সন্ধ্যায়।

আরকে/ এস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh