• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মার্কিন নৌবহরও দমাতে পারেনি বাঙালিদের

আরটিভি অনলাইন

  ০৯ ডিসেম্বর ২০১৭, ১০:১০

৯ ডিসেম্বর, ১৯৭১। মুক্তিসেনারা বীরদর্পে মুক্ত করেন, বাংলার বেশ কিছু অঞ্চলে। একাত্তরের এ মাসে এসব অঞ্চলে সগৌরবে উড়তে থাকে লাল সবুজের পতাকা। এসময় বেসামাল পাকিস্তান বাহিনী ভারতীয় হামলার অজুহাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

এদিকে স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আরেক ষড়যন্ত্রের সূচনা হয়। এদিন বাঙালির মনোবল ভাঙতে বঙ্গোপসাগরের দিকে যাত্রা শুরু করে মার্কিন সপ্তম নৌবহর।

অন্যদিকে মুক্তি পাগল বাঙালি পাকি বাহিনীর এতসব কূটকৌশলকে কিছুতেই পাত্তা দেয়নি। তাদের সাহসী আক্রমণে ভীত হয়ে পাকিস্তানি সেনাপতি নিয়াজি এদিন রাওয়ালপিন্ডিতে বার্তা পাঠান। তিনি বলেন, আকাশে শত্রুদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। পলায়নরত সেনাদের এখন কোনভাবেই সংগঠিত করা সম্ভব নয়। শত্রুসেনারা কামান ও ট্যাঙ্ক থেকে অবিরাম গোলা নিক্ষেপ করে চলেছে। পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন।

মুক্তির গন্তব্য থেকে কিছুতেই পিছ-পা হচ্ছিলো না বাংলার বীর সন্তানেরা। অসীম সাহসে দেশের মাটি থেকে দখলদারদের চির বিদায় জানানোর সর্বাত্মক মরণপণ যুদ্ধ চালতে থাকে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh