• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সমান অধিকার প্রতিষ্ঠা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল : পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক
  ৩০ নভেম্বর ২০১৭, ২২:১১

আজকের দুনিয়ায় কোনো একক সম্প্রদায়, জাতি বা রাষ্ট্র বিচ্ছিন্ন হয়ে টিকে থাকতে ও অগ্রগতি অর্জন করতে পারে না। এক মানব পরিবারের সদস্য হিসেবে আমাদের একে অপরকে প্রয়োজন। আমরা একে অপরের ওপর নির্ভরশীল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটি বুঝতে পেরেছিলেন। সমান অধিকার প্রতিষ্ঠা তাঁর স্বপ্ন ছিল। বলেন ঢাকায় সফররত পোপ ফ্রান্সিস।

বাংলাদেশকে এখনো একটি নবীন রাষ্ট্র আখ্যা দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতি মানুষের আত্মনিবেদনের ওপরই এই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

আজ (বৃহস্পতিবার) বঙ্গভবনে এক সমাবেশে এ এসব কথা বলেন পোপ।

ক্যাথলিক চার্চের বর্তমান পোপ ফ্রান্সিস সবার সমান অধিকার প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শ ও ভিশনের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।