• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেয়র আনিসুল হকের অবস্থার অবনতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ নভেম্বর ২০১৭, ১৭:৫০

লন্ডনে চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের অবস্থার আরো অবনতি ঘটেছে। মেয়রের স্ত্রী রুবানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'তাঁর ফুসফুসে সংক্রমণ হয়েছে। অবস্থা ভালো নয়। দোয়া করবেন।'

তবে তিনি স্বামীর শারীরিক অবস্থার উন্নতির বিষয়ে আশাবাদের কথাও জানান।

এর আগে মঙ্গলবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

ওই দিন আনিসুল হকের ছেলে নাভিদুল হক জানিয়েছিলেন, ইনফেকশনে আক্রান্ত হওয়ার পর বাবাকে আইসিইউতে রাখা হয়েছে।

আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে গেলো আগস্ট থেকে চিকিৎসাধীন। মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাকে স্বাভাবিকভাবে জাগিয়ে তোলার চেষ্টা করেন চিকিৎসকরা।

পরে শারীরিক অবস্থার উন্নতি হলে গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়। ওই সময় চিকিৎসকরা বলেছিলেন, মেয়র শঙ্কামুক্ত রয়েছেন।

মেয়ের সন্তানের জন্ম উপলক্ষে গেলো ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সী আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সাড়ে তিন মাস ধরে সঙ্গাহীন অবস্থায় ছিলেন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাবেক এই ব্যবসায়ী নেতা।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
ইন্টারনেট গ্রাহক কমেছে ৩৫ লাখ
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh