• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মনিটরিং বাড়ানোয় বিআরটিএ’র সেবা গ্রহীতাদের হয়রানি কমেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৭, ১৮:৪২

মনিটরিং বাড়ানোয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) সেবা গ্রহীতাদের হয়রানি কমেছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে মিরপুর বিআরটিএ কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে ওবায়দুল কাদের সেবা গ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং বিআরটিএ’র বিভিন্ন শাখা ঘুরে দেখেন। তিনি সেবার মান বাড়ায় সন্তোষ প্রকাশ করেন।

এসময় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় তদারকি বাড়ানো, সার্বক্ষণিক ক্লোজ-সার্কিট ক্যামেরায় সেবা কার্যক্রম পর্যবেক্ষণ এবং হেল্প-ডেস্কের সেবা আরো বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এসময় সেবা গ্রহীতারা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে জানান, পরিবহন সেবায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে মিরপুর বিআরটিএ কার্যালয়ে আগের তুলনায় দালালদের দৌরাত্ম্য কমেছে এবং সেবার মান বেড়েছে।

বর্তমানে বিআরটিএ’র সাতটি বিভাগীয় অফিস এবং ৬২টি সার্কেল অফিস রয়েছে। এর মধ্যে মেট্রো সার্কেল ৫টি এবং জেলা সার্কেল ৫৭টি।

মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ (সংশোধিত ১৯৮৭) এর ধারা ২এ অনুযায়ী ১৯৮৭ সালের ২০ ডিসেম্বর এসআরও নং ৩০৩/আইন/৮৭/এমভিআরটি/১ই-৭/৮৪(অংশ) এর মাধ্যমে বিআরটিএ গঠিত হয়। ১৯৮৮ সালের জানুয়ারি থেকে বিআরটিএ’র কার্যক্রম শুরু হয়।

সুষ্ঠু সড়ক পরিবহন ব্যবস্থাপনা, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা বিধানকল্পে বিআরটিএ গঠন করা হয়।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
শিব নারায়ণ দাশকে জাতি আজীবন স্মরণে রাখবে : জি এম কাদের 
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
X
Fresh