• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

'৩ ডিসেম্বরের আগেই বিচারকদের আচরণবিধির গেজেট'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ নভেম্বর ২০১৭, ২৩:২৬

আগামী ৩ ডিসেম্বরের আগেই অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা ও আচরণবিধির গেজেট জারি করা হবে।

বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার রাতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বাসভবনে আপিল বিভাগের পাঁচ বিচারপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

আইনমন্ত্রী বলেন, 'আমরা ঐকমত্যে যে এসেছি, সেটা রাষ্ট্রপতির কাছে পাঠাবো। তার কারণ হচ্ছে, রাষ্ট্রপতি এটার গেজেট প্রকাশের অনুমতি দিবেন। রাষ্ট্রপতির হুকুম পাওয়ার সাথে সাথে আমরা এটি গেজেট প্রকাশ করবো।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর হেয়ার রোডে অবস্থিত জাজেস কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার বাসভবনে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেন হায়দার।এছাড়া আইনমন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
শ্রম আইন সংশোধনে তাড়াহুড়ো না করার আহ্বান আইএলও’র
দেশে ৬৪৮ এমপি নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
X
Fresh