• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় ভ্রাম্যমাণ হাসপাতাল পাঠিয়েছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৯ অক্টোবর ২০১৭, ২২:২১

বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পে স্বাস্থ্যসেবায় ভ্রাম্যমাণ হাসপাতাল পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য প্রকাশ করে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

এই ভ্রাম্যমাণ হাসপাতাল রোহিঙ্গাদের ডায়াগনস্টিক, থেরাপি ও প্রতিরোধমূলক চিকিৎসা সেবা দেবে। বিশেষ করে শিশু ও অল্প বয়সীদের জন্য স্বাস্থ্যসেবায় কাজ করবে এই ভ্রাম্যমাণ হাসপাতাল। বাংলাদেশ ও আরব আমিরাতের যৌথ মেডিকেল টিমের তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে।

জায়েদ গিভিং ইনিশিয়েটিভ, ডার আল বার সোসাইটি ও সৌদি-জার্মান হাসপাতাল দুবাই ও শারজাহ চ্যারিটি হাউসের উদ্যোগে এই ভ্রাম্যমাণ হাসপাতাল গঠন করা হয়েছে।

জায়েদ গিভিং ইনিশিয়েটিভের মানবিক সহযোগিতা দূত এবং সৌদি-জার্মান হাসপাতাল দুবাই-এর প্রধান নির্বাহী ড. রিম ওসমান জানান, বাংলাদেশে রোহিঙ্গাদের সহযোগিতায় সরকারের ত্রাণ কার্যক্রমের অংশ এই ভ্রাম্যমাণ হাসপাতাল।

এর আগে চলতি মাসের শুরুতে দুবাইয়ের শাসক রোহিঙ্গাদের ত্রাণবাহী বিমানের জন্য তিনটি এয়ার লিফটের নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গেলো সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখের সব দায়িত্ব নেয়ার আশ্বাস দিয়েছে তুরস্ক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভ্রিম ওজতুর্ক এ সহায়তার আশ্বাস দেন।

এপি/জেবি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে ইমাম-মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশ
ডিএনসিসির স্বাস্থ্যসেবার উন্নয়নে সহায়তার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
X
Fresh