• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে রোহিঙ্গা শিবির যাচ্ছেন জর্ডানের রানি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ০৯:৫২

বাংলাদেশের আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আজ সোমবার কক্সবাজারে যাচ্ছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ।

সোমবার সকালে জর্ডান থেকে বিমানযোগে ঢাকা হয়ে কক্সবাজারে আসবেন রানী রানিয়া। সকাল ১১টায় বিশেষ বিমানে রানী রানিয়া কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন।

রানি রানিয়া কক্সবাজারে অবতরণের পর সরাসরি উখিয়ার কুতুপালং ক্যাম্প রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে যাবেন। এই সময় তিনি পালিয়ে আসা মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন। কুতুপালংয়ে রোহিঙ্গাদের সাহায্য করছে জাতিসংঘের এমন সংস্থাগুলোর সঙ্গে রানি রানিয়ার বৈঠক করার কথা রয়েছে।

রানিয়া আল আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির(আইআরসি) একজন বোর্ড সদস্য। তিনি জাতিসংঘেরও একাধিক মানবিক সংস্থার সদস্য।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা(ইউএনএইচসিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জর্ডানের রানি রানিয়া আল আবদুল্লাহ একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা হয়ে সরাসরি কক্সবাজার যাবেন।

এদিকে রানি রানিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য কক্সবাজারে ও রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। রানীর নিরাপত্তায় থাকবে এসএসএফ। পাশাপাশি পুলিশ, র‌্যাব ও বিজিবি রানির নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

এ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
চকরিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, নিহত ১
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
X
Fresh