• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

২০ দলীয় জোটের বৈঠক স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট,

  ১০ অক্টোবর ২০১৭, ১৮:০৯

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মঙ্গলবারের বৈঠক স্থগিত করা হয়েছে। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে যেকোনো সময়ে বৈঠক হতে পারে।

এদিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে তা জানাননি তিনি।

বিএনপির মহাসচিব ও ২০ দলীয় জোটের সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সোমবার জানানো হয়।

আকস্মিকভাবে ডাকা বৈঠকের কারণ ও বিষয় জানানো হয়নি। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, নির্বাচন কমিশনের সংলাপের প্রস্তাবসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
পিটার হাসকে নিয়ে বিএনপির বোধোদয় 
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
X
Fresh