• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকটের প্রভাবে বাড়ছে নিত্যপণ্যের দাম

শাফায়েত হোসেন

  ০৮ অক্টোবর ২০১৭, ১০:০৪

রোহিঙ্গাদের সংকটকে পুঁজি করে বান্দরবানের সীমান্তঘেঁষা বাজারগুলোতে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে নিত্যপণ্যের দাম।

কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

এক মাসের ব্যবধানে চাল থেকে শুরু করে শাকসবজিসহ প্রতিটি পণ্যের দামই বেড়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে গেলো এক মাসে বান্দরবানের চাকঢালা, আশারতলী, ফুলতলী ও ঘুমধুম সীমান্ত দিয়ে প্রবেশ করেছে কয়েক লাখ রোহিঙ্গা।

পালিয়ে আসা এসব রোহিঙ্গা আশ্রয় নিয়েছে সীমান্তের ছোট ছোট পাহাড়গুলোতে।

আর এসব রোহিঙ্গা আশ্রয়ের অজুহাতে সীমান্তের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম বাড়িয়েছে যে যার মতো।

রোহিঙ্গা আসার পর থেকে বাজারের প্রতিটি পণ্যের দামই বেড়েছে। কৃত্রিম সংকট তৈরি করে, চাল, ডাল, আটা, পেঁয়াজ, কাঁচামরিচ, মোমবাতি, দিয়াশলাই প্রতিটি পণ্য মানভেদে ৫ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এস,এম সরওয়ার কামাল আরটিভি অনলাইনকে জানান, রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে যদি কেউ কৃত্রিম সংকট বা প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় ভীষণ ক্ষুব্ধ। তাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের একটু নজরদারি বাড়লে মূল্য বৃদ্ধি কমে আসবে।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh