• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

চাপে পড়ে আওয়ামী লীগ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে: খসরু

আরটিভি অনলাইল রিপোর্ট, কক্সবাজার

  ০২ অক্টোবর ২০১৭, ১৮:১৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে যখন সেদেশের সেনাবাহিনীর অত্যাচার সইতে না পেরে রোহিঙ্গারা নাফ নদীর তীরে অবস্থান নিয়েছে তখন সরকার তাদের ঢুকতে না দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছিল।

সারাদেশের মানুষ একযোগে জেগেছে বলে চাপে পড়ে আওয়ামী লীগ রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাধ্য হয়েছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকালে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, তারা এখন ত্রাণের রাজনীতি করছে। কাউকে ত্রাণ দিতে দিচ্ছে না। অন্যের ত্রাণে নিজেদের ব্যানার লাগিয়ে বিতরণ করছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের কূটনৈতিক তৎপরতার চরম ব্যর্থতার কারণেই আমাদের দেশে রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল ও জেলা সভাপতি শাহাজান চৌধুরী।

জেবি/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh