• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুত এগোচ্ছে স্যানিটেশনের কাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১২:১১

রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের দূষণ ঠেকাতে বান্দরবান এবং কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুত গতিতে এগিয়ে চলছে স্যানিটেশনের কাজ।

একইসঙ্গে বসানো হচ্ছে বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ।

সরকারি-বেসরকারি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ছাড়াও স্থানীয়ভাবে অনেকে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় স্যানিটেশন ও গভীর নলকূপ বসানোর কাজ করছেন।

সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধার বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গার এ সুবিধা নিতান্ত অপ্রতুল।

ফলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার পাশাপাশি দূষিত পানি পান করার ফলে ছড়িয়ে পড়ছে রোগ বালাই।

এ অবস্থায় তাদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ ঠেকাতে বান্দরবান ও কক্সবাজারের অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নির্মাণ করা হচ্ছে টিউবওয়েল ও টয়লেট।

বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহরাব হোসেন জানান, ৫ লাখ রোহিঙ্গার মধ্যে প্রতি ৪১৬ জনের জন্য বরাদ্দ করা হচ্ছে একটি টিউবওয়েল ও একটি টয়লেট।

তাদের জন্য ১২শ' ৬০টি স্যানিটারি ল্যাট্রিন ও ১২শ নলকূপ নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

স্যানিটেশন ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করা গেলে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা অনেকটা নিশ্চিত হবে বলে মনে করেন স্থানীয়রা।

আরকে/এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
X
Fresh