• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র : বার্নিকাট

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৩

মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কাজ করছে যুক্তরাষ্ট্র। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সেজন্য সময় লাগবে।

বললেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের হাইকমিশনার মার্শা বার্নিকাট।

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এসময় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন তিনি।

পরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রাণালয়ের কর্মকর্তা, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তাসহ জেলা প্রশাসন ও এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ইউএস এজেন্সী ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ৬০ লক্ষ ডলার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা (ডাব্লিউএফপি) কে প্রদান করছে।

এই তহবিল ডাব্লিউএফপিকে চলতি বছরের শুরুতে দেয়া ১০ লক্ষ ডলারের সাথে যুক্ত হবে।

এই সহায়তা খাদ্য বিতরণের পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করতে প্রয়োজনীয় সরঞ্জামাদি দিবে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
X
Fresh