• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

তিতাসের জরাজীর্ণ লাইনে ত্রুটি, ঘটছে দুর্ঘটনা

জাহিদ রহমান

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫২

কোনো বিস্ফোরকের বিস্ফোরণ নয়। লাইনে ত্রুটি থাকায় তিতাসের গ্যাস জমে রাজধানীর মহাখালীতে গেলো ২৭ জুন ঘটে ভয়াবহ দুর্ঘটনা।

প্রচণ্ড বিস্ফোরণে প্রায় ১০০ মিটার জুড়ে থাকা সিটি করপোরেশনের সবগুলো স্ল্যাব চার থেকে পাঁচ ফুট ওপরে উঠে যায়। প্রধান সড়কের ম্যানহোলের লোহার ঢাকনা ভেঙ্গে পাশ দিয়ে যাওয়া বাসে আঘাত করে। ভেঙ্গে যায় পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির গ্লাস।

১৯৬৮ সালে যাত্রা শুরু করা তিতাস গ্যাসের জরাজীর্ণ লাইনের বিভিন্ন জায়গায় ফুটো থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। আবার আধুনিক যন্ত্রপাতি না থাকায় দুর্ঘটনার পর মেরামতও হয় সনাতন পদ্ধতিতে। দিনের পর দিন গ্যাস জমে এমনটি হয়ে থাকে।

ঢাকা উত্তরের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, কোনো দুর্ঘটনা ঘটার পরপরই ছুটে যায় তিতাস গ্যাসের জরুরি টিম। তবে আধুনিক যন্ত্রপাতি না থাকায় পুরনো এসব লাইনের লিকেজ খুঁজে বের করতেও হিমশিম খেতে হয় তাদের।

বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং’র বিভাগীয় প্রধান ড. ইজাজ হোসেন এসব সমস্যার জন্য তিতাসকেই দায়ী করে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ দিলেন।

পাইপ লাইনসহ যন্ত্রাংশ মেরামতে তিতাস গ্যাসের কার্যক্রম অনেকটা কাগজে-কলমে সীমাব্ধ। গ্যাস সঞ্চালনে নানা সময়ের দুর্ঘটনাই তা বলে দেয়।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রতারক চক্রের বিষয়ে তিতাস গ্যাসের যে বার্তা
তিতাসের ১৪ নম্বর কূপের ওয়ার্কওভার শুরু, দৈনিক মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
বুধবার যেসব এলাকায় ১৫ ঘণ্টা থাকবে না গ্যাস
X
Fresh