• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু, দগ্ধ ছেলেমেয়ে চিকিৎসাধীন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১০:৪২

রাজধানীর মধ্যবাড্ডা বৈটাখালী এলাকায় দোকানে লাগা আগুনে দগ্ধ মা জেসমিন আক্তার (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। চিকিৎসাধীন রয়েছেন ছেলে আমান উল্লাহ জিসান (১১) ও মেয়ে সানজিদা (৯)।

রোববার সকাল ৮টার দিকে তিনি মারা যান।

এর আগে শনিবার রাতে বৈঠাখালী এলাকার ফরিদের দ্বিতীয়তলা কাঠের বাড়ির নিচে ভাঙাড়ির দোকানে শর্টসার্কিট থেকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়িটির দ্বিতীয়তলায় থাকা একই পরিবারে তিনজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা জীবন মিয়া বলেন, টিনশেড ওই ঘরে আসবাবপত্রের কারখানা ছিল, পাশাপাশি লোকজনও থাকতেন।

বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, শনিবার রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ইয়াসমিন ও তার দুই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঢামেকের বার্ন ইউনিটের আসাবিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল জানান, দগ্ধ জেসমিন আক্তার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টায় মারা যান। ছেলে জিসানের ৩০ ও সানজিদার ২৮ শতাংশ বার্ন নিয়ে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পতেঙ্গায় নোঙ্গররত ফিশিং বোটে আগুন, দগ্ধ ৪
বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
X
Fresh