• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ত্রিপক্ষীয় আলোচনায় রোহিঙ্গা সংকট কাটবে : তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:২১

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ত্রিপক্ষীয়ভাবে করতে হবে। বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনার মাধ্যমে এ সমস্যার সঠিক সমাধান হবে। অন্যথায় ফাঁক ফোকর দিয়ে রোহিঙ্গা ইস্যুকে এড়িয়ে যাবার সম্ভাবনা থাকবে। রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সমস্যা। বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সচিবালয়ে অ্যাসোসিশেন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সমস্যা। এর সমাধান করতেই হবে। এ নিয়ে কোনো অজুহাত চলবে না। আন্তর্জাতিক মহলও এ সমস্যা সমাধানের পক্ষে কাজ করছে। বাংলাদেশ, মিয়ানমার ও জাতিসংঘের ব্যবস্থাপনায় তাদের তালিকা হবে; নাগরিকত্ব, ক্ষতিপূরণ ও পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রোহিঙ্গা ইস্যুতে তিনি বিশ্বের মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন।

তথ্যমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে গণমাধ্যমের ভূমিকারও প্রশংসা করেন। তিনি এ ব্যাপারে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানান।

এমসি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh