• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রোহিঙ্গাদের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০১

মিয়ানমারের রোহিঙ্গাদের কোনো শেকড় নেই উল্লেখ করে জনগণকে এ ইস্যুতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

রোববার চ্যানেল নিউজ এশিয়ার অনলাইনে জেনারেল মিন অং হায়াংয়ের বরাতে বলা হয়, যারা গত ২৫ আগস্ট পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছিল তাদের নির্মূল অভিযানের লক্ষ্যে উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জঙ্গিদের বের করে দেয়া হয়।

মিন অংতার সরকারি ফেসবুক পেজে এসব কথা বলেন।

তিনি বলেন, তারা রোহিঙ্গা হিসেবে স্বীকৃতি চাচ্ছে। কিন্তু তারা কখনই মিয়ানমারের জাতিগত গ্রুপ নয়। আর আমাদের এই সত্য প্রতিষ্ঠায় এক হওয়া উচিত।