• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুলিবিদ্ধ রোহিঙ্গারা বলছেন বিভৎসতার কথা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪২

শত শত বছর ধরে মিয়ানমারের রাখাইনে বসবাস করে আসছিলেন রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের পূর্বপুরুষরা। তাই তারা কোনোভাবেই বাঙালি নন। কিন্তু কেবল চট্টগ্রামের সঙ্গে আঞ্চলিক ভাষাগত মিল থাকার কারণেই, তাদের বাঙালি বলে মিথ্যা অপবাদ দিচ্ছে মিয়ানমার।

এ অপবাদ দিয়ে তাদের নিধনে নেমেছে সে দেশের সেনাবাহিনী। এমনটাই জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ রোহিঙ্গারা।

রোহিঙ্গারা জানান, নির্বিচারে পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে তাদের। এ পর্যন্ত প্রায় ৬০ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিপীড়িত রোহিঙ্গারা বলছিলেন, চট্টগ্রামের সঙ্গে আঞ্চলিক ভাষাগত মিল থাকায় বাঙ্গালি বলে অপবাদ দিয়ে, তাদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী।

ভিটেমাটি থেকে উচ্ছেদে জ্বালিয়ে দেয়া হচ্ছে ঘরবাড়ি। প্রিয়জন ও সহায় সম্বল হারানো এসব রোহিঙ্গার আর্তনাদ নাড়া দেয় বিবেকবান মানুষকে।

পৈশাচিক এমন ঘটনার নিন্দা জানিয়েছে, বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা।

আন্তর্জাতিক সমস্যা হলেও সীমান্তবর্তী দেশ হওয়ায় রোহিঙ্গা ইস্যুতে সবেচেয়ে বেশি ভুক্তভোগী বাংলাদেশ।

তাই সংকট সমাধানে জাতিসংঘসহ বিশ্ববাসীকে জোরালো ভূমিকা রাখার দাবি জানিয়ে আসছে ঢাকা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh