• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশিষ্ট সাংবাদিক কাজী সিরাজ আর নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৮

বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা কাজী সিরাজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী শাহরিয়া ‍আখতার ‍বুলু, এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।

তার পারিবারিক জানিয়েছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে বাথরুমে পড়ে যান কাজী সিরাজ। সেখান থেকে দ্রুত বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কাজী সিরাজের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তার প্রথম নামাজে জানাজা শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

এরপর বাদ আছর কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজী বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমেদের চাচাত ভাই ছিলেন কাজী সিরাজ।

কাজী সিরাজ দীর্ঘদিন দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন । তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টানা চার যুগ সাংবাদিকতা করেছেন।

রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিল তার সরব উপস্থিতি। বিশিষ্ট এ সাংবাদিককের মৃত্যুতে আরটিভি পরিবার গভীর শোকাত।

তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh