• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ আগস্ট ২০১৭, ১৭:১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আসছে ১৯, ২০ এবং ২১ আগস্ট শনিবার, রোববার ও সোমবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে প্রবল বন্যা হওয়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বন্যার কারণেই ১৩, ১৬ ও ১৭ আগস্ট অর্থাৎ এ সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বুধবারের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

গেলো ১৫ জুলাই শনিবার থেকে সারাদেশে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু হয়। এতে দেশের ৬৯৪টি কেন্দ্রে এক হাজার ৬৭২টি ডিগ্রি কলেজের দুই লাখ ১০ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইবির সব বিভাগের পরীক্ষা স্থগিত
X
Fresh