• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বানভাসিদের দেখতে রোববার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট ২০১৭, ১০:১২

বানভাসি মানুষদের দেখতে ও ত্রাণ দিতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনাজপুর যাচ্ছেন। সেখানে বন্যাকবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বিপদগ্রস্তদের খোঁজখবর নেবেন।

বৃহস্পতিবার সকালে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে দিনাজপুর অন্যতম। জেলার বিরল, কাহারোল, সদর, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় এ পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।

দিনাজপুর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইনে পানি আসার কারণে বুধবার সকাল থেকে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় এবং দিনাজপুর-পার্বতীপুর পথে কোনো রেল চলাচল করতে পারছে না। পার্বতীপুরের পথে রেল না চলায় ঢাকার সঙ্গে যোগাযোগও বন্ধ রয়েছে।

দিনাজপুরের প্রায় সব নদীর পানি বাড়ছে। পুনর্ভবা ও আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার করতোয়া, ঢেপা, ছোট যমুনাসহ অন্যান্য নদীর চিত্রও একই।

এদিকে উত্তরাঞ্চলের বন্যাদুর্গত জেলা কুড়িগ্রামেও রোববার পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সফরে প্রধানমন্ত্রী রাজারহাট উপজেলায় যাবেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh