• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নবায়নযোগ্য জ্বালানিতে উৎপাদন হবে ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২২, ২২:৫৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদন করা হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে একথা বলেন প্রতিমন্ত্রী।

শক্তিশালী জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি ব্যবস্থার জন্য প্রয়োজন প্রযুক্তি ভিত্তিক বিনিয়োগ। বিনিয়োগের চ্যালেঞ্জ থাকলেও নবায়নযোগ্য জ্বালানি ও ক্লিন এনার্জির প্রসারে শর্তহীন বিনিয়োগ অপরিহার্য।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমনিতেই কার্বন ইমিশন কম করে। তারপরও ২০৩০ সালের মধ্যে ১৫% পর্যন্ত কার্বন ইমিশন কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিন এনার্জির বিস্তারে সরকার পরিকল্পনা অনুসারে এগোচ্ছে। বাংলাদেশের জন্য প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চালর্স হুইটলি, সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সজান্দ্রা বার্জ ভন লিন্ডা, স্রেডার চেয়ারম্যান মুনিরা সুলতানাসহ অনেকে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শাহরিয়ার আহমেদ চৌধুরী।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধে রাজধানীতে র‌্যালি
জ্বালানি তেলের দামে দুঃসংবাদ
দেশে জ্বালানি ও ডলার সংকটে ব্যবসায়ীরা চাচ্ছে এক্সিট
বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম
X
Fresh