• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঝর্ণা রানীর পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুলাই ২০১৭, ১৯:৫০

গেলো বছর ৮ জুলাই কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহত ঝর্ণা রানীর পরিবারের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে বাসু দেবকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তিনি।

রোববার গণভবনে বাসু দেবের হাতে বেসরকারি ব্যাংক এনআরবি গ্লোবাল ব্যাংকের সহকারী অফিসার পদে চাকরির দরকারি কাগজ পত্র তুলে দেন শেখ হাসিনা।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ও এনআরবি গ্লোবাল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গেলো বছর পবিত্র ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় নিহত হন ঝর্ণা রানী ভৌমিক। তার স্বামী গৌরাঙ্গ ভৌমিক শহরের একটি বিড়ি ফ্যাক্টরির শ্রমিক।

শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে আজিমউদ্দিন স্কুলের গলির মুখের জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্যও।

গেলো বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। হামলায় ১৭ বিদেশি ২ পুলিশ কর্মকর্তাসহ ২২ জন নিহত হন। পরের দিন সেনা বাহিনীর কমান্ডো অভিযানে ৫ জঙ্গিসহ ৬ জন নিহত হন।

এ ঘটনার ৭ দিন পর ঈদুল ফিতরের দিন দেশের সবচে’ বড় ঈদ জামাত শোলাকিয়া ঈদগাহের পাশে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলার প্রাণ হারান ঝর্ণা রানী ভৌমিক।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh