• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫ বছরে দ্বিগুণ ভাড়া বাড়লেও সেবার মান বাড়েনি (ভিডিও)

ফারুক খান

  ১৪ জুলাই ২০১৭, ১০:০০

গেলো ৫ বছরে ট্রেনের ভাড়া দু’গুণের বেশি বাড়ানোর পরও বাড়ছে না সেবার মান। লোকসানের চোরাবালিতেই হাবুডুবু খাচ্ছে সরকার পরিচালিত দেশের মুখ্য এই পরিবহন খাত।

জাতীয় এ সেবা প্রতিষ্ঠানের মানোন্নয়ন না হলেও নিজেদের ভাগ্যের উন্নতি করার সুযোগ হাতছাড়া করেন না রেল কর্মকর্তারা।

তুলনামূলক নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য দেশের বেশির ভাগ মানুষের প্রথম পছন্দ ট্রেন। তবু উন্নতির সম্ভাবনা থমকে গেছে বাংলাদেশ রেলওয়ের সার্বিক পরিস্থিতির। এমনকি এ প্রতিষ্ঠানের মানোন্নয়নে কর্তৃপক্ষের সদিচ্ছা নেই বলেও অভিযোগ রয়েছে।

বর্তমানে শীতাতপ নিয়ন্ত্রিত আন্তঃনগর ট্রেনের ভাড়া ও বাসভাড়া প্রায় সমান। ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়মিত বিষয়। সকাল সাড়ে ৯টার ট্রেন ছাড়ে বেলা পৌনে ১১টায়। অভিযোগ রয়েছে ট্রেনের গতি নিয়েও।

ট্রেন ছাড়ার পর শুরু হয় ভোগান্তির আরেক অধ্যায়। তাহলো হকারদের যন্ত্রণা। এসি থাকলেও তার সুবিধা ভোগ করতে পারেন না যাত্রীরা। গরমে তাদের বেহাল দশা। অথচ টিকিটের সঙ্গে ঠিকই নেয়া হচ্ছে এসির চার্জ।

এসব বিষয় নিয়ে কথা বলে বিপদে পড়তে চাইলেন না ট্রেন চালকরা।

যাত্রীরা প্রতিনিয়ত শিডিউল বিপর্যয়ের অভিযোগ করলেও মানতে অস্বীকৃতি জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh