• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রেমিট্যান্স কমেছে

আরটিভি নিউজ

  ০১ জুন ২০২২, ১৮:০৯
রেমিট্যান্স কমেছে
ফাইল ছবি

চলতি বছরের এপ্রিলের চেয়ে মে মাসে প্রায় ১২ কোটি ৫৫ লাখ ডলার কম রেমিট্যান্স এসেছে।

বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, প্রবাসীরা মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার (ডলার প্রতি ৮৯ টাকা ধরলে ১৬ হাজার ৭৭৬ কোটি টাকার বেশি) রেমিট্যান্স পাঠিয়েছেন, যা এপ্রিল অপেক্ষা প্রায় ১২ কোটি ৫৫ লাখ ডলার কম। এ ছাড়া গত বছরের একই মাসের তুলনায় ২৮ কোটি ৫৭ লাখ ডলার কম এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৭০ কোটি ৪৬ লাখ ডলার, ফেব্রুয়ারি ১৪৯ কোটি ৪৪ লাখ ডলার, মার্চে ১৮৫ কোটি ৮৭ লাখ ডলার এবং এপ্রিলে আসে ২০১ কোটি ৮ লাখ ডলার। আলোচিত সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে ২১৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরপর গত ১২ মাসের মধ্যে কোনো মাসেই দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসেনি।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
প্রবাসীদের রেমিট্যান্স উন্নয়নের একটি মূল শক্তি : সমাজকল্যাণমন্ত্রী
ঋণ খেলাপি প্রার্থী শনাক্তে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
রেমিট্যান্সে ঈদের সুবাতাস, ১২ দিনে এলো ৮৭ কোটি ডলার
X
Fresh