• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মতিঝিলে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২২, ১৩:৫২
মতিঝিলে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ।

রোববার (২৯ মে) রাতে মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো ওমর ফারুক রবিন ও মো. মান্নান।

মতিঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন জানান, জাল টাকা নিয়ে মতিঝিল থানার আরামবাগ পেপার কাটিং দোকানের সামনে দুই ব্যক্তি অবস্থান করছে, এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

তিনি বলেন, এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওমর ফারুক নামে এজনকে গ্রেপ্তার করা হয়। পর তার কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

রাসেল হোসেন বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যমতে মতিঝিল থানার ফকিরাপুল এলাকা থেকে মান্নান নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh