• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১১ দিনের জেল হেফাজতে পি কে হালদার

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৭ মে ২০২২, ১৮:৫৮
১১ দিনের জেল হেফাজতে পি কে হালদার
ছবি : সংগৃহীত

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) তিন হাজার ছয় শ কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার হয়েছেন কদিন আগে। এবার তাকেসহ ৫ জনকে ১১ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। আগামী ৭ জুন তাদের ফের আদালতে হাজির করা হবে।

শুক্রবার (২৭ মে) ইডির তরফে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (জেল হেফাজত) দেওয়ার আবেদন জানানো হয়। আদালত ৭ জুন পর্যন্ত হেফাজত মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৪ মে পি কে হালদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে ভারতের অ্যানফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে পি কে হালদারসহ ৫ জনকে আদালতে তোলা হলে প্রথমে ৩ দিনের ও পরে আরও ১০ দিনের হেফাজতে নেয় ইডি। গ্রেপ্তারদের ছয়জনের কাছ থেকে প্রায় দেড় শ কোটি টাকাসহ বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়াতে আবেদন দুদকের
পি কে হালদারের বান্ধবীর জামিন
পি কে হালদারকে দেশে আনার বিষয়ে যা জানাল দুদক
পি কে হালদারসহ ৬ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন
X
Fresh