• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রোববার থেকে সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা

আরটিভি নিউজ

  ২৬ মে ২০২২, ১৬:৫৭
রোববার থেকে সুপ্রিম কোর্টে কড়া নিরাপত্তা
ফাইল ছবি

সুপ্রিম কোর্ট চত্বরে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় আইনজীবী ও বিচারপ্রার্থীদের কথা চিন্তা করে আগামী রোববার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

বৈঠকের পর আপিল বিভাগের রেজিস্ট্রার ও সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, আগামী রোববার (২৯ মে) থেকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হবে। সুপ্রিম কোর্টের গেটগুলোতে আনাগোনা নিয়ন্ত্রণ করা হবে।

তিনি বলেন, বিচারপ্রার্থী, আইনজীবীরা যাতে সুপ্রিম কোর্টে নির্বিঘ্নে, স্বাচ্ছন্দে থাকতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আদালত অঙ্গনে বহিরাগতরা যেন ঢুকতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ সুপ্রিম কোর্ট এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছেন বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কায়সার কামালকে ‘কুলাঙ্গার’ বললেন ব্যারিস্টার খোকন
ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অব্যাহতি
দীর্ঘ ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলল আজ
প্রচণ্ড তাপপ্রবাহে আইনজীবীদের প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনা
X
Fresh