• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভোটার তালিকা হালনাগাদে সহয়তা করতে শিক্ষকদের নির্দেশ

আরটিভি নিউজ

  ২৫ মে ২০২২, ১২:৪৩
ভোটার তালিকা হালনাগাদে সহয়তা করতে শিক্ষকদের নির্দেশ
ফাইল ছবি

নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু করেছে। এ জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে ১৪০টি উপজেলার ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করতে সরকারি, বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (২৫ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এ কার্যক্রমে শিক্ষক কর্মচারী ও কর্মকর্তাদের সহায়তা করার নির্দেশ দিয়েছে মাউশি। গত ৫ মে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীককে চিঠি পাঠিয়ে অনুরোধ জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ূন কবির খোন্দকার। তার ভিত্তিতে আদেশ জারি করল মাউশি।

আদেশে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৬ মের স্মারকপত্রে ভোটার তালিকা হালনাগাদ, ২০২২ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সার্বিক সহযোগিতা দিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: আলোচিত দুই হাজার কর্মচারীকে পদায়ন
নতুন কারিকুলামের প্রশিক্ষণে কোচিং করানো শিক্ষকদের অন্তর্ভুক্ত না করার নির্দেশ
ভোটার তালিকায় নাম না থাকায় ফেনীতে ১৩ আইনজীবীর মামলা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল ইসি
X
Fresh