• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘পরিবেশ রক্ষায় যত্রতত্র অবকাঠামো করা যাবে না’

আরটিভি নিউজ

  ২২ মে ২০২২, ১৫:০০
‘পরিবেশ রক্ষায় যত্রতত্র অবকাঠামো করা যাবে না’
ছবি: সংগৃহীত

পরিবেশ রক্ষায় যত্রতত্র অবকাঠামো করা যাবে না। ডেল্টা প্ল্যানের মাধ্যমেই পরিবেশ রক্ষা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২২ মে) ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সমুদ্রের বিশাল জলরাশিকে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগাতে হবে। যত্রতত্র যেন অবকাঠামো গড়ে না ওঠে। পানি গতিপথ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। দেশ নিয়ে কাজ করতে হলে আগে দেশটাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে।

শেখ হাসিনা বলেন, ২০২১ থেকে ২০৪১ প্রেক্ষিত পরিকল্পানার পাশাপাশি ২১০০ সাল পর্যন্ত ডেল্টা প্ল্যান নিয়েছি। পরিকল্পিতভাবে পদক্ষেপ নিতে পারলে যেকোনো কঠিন কাজও সমাধান করা যায়।

সরকার প্রধান বলেন, মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। এটা মাথায় রেখেই কাজ করতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য গত বছরের ১ জুলাই প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ১২ সদস্যের এই কাউন্সিল গঠন করা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন প্রধানমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
X
Fresh