• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অর্থনীতির বিরূপে বিচারকদের বিদেশ ভ্রমণ এড়ানোর নির্দেশ

আরটিভি নিউজ

  ১৯ মে ২০২২, ১৯:৫২
সুপ্রিম কোর্ট

জরুরি প্রয়োজন ছাড়া অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দিয়েছেন।

জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে এ নির্দেশনা জারি করেছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (১৯ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. বজলুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে যে, বিভিন্ন কারণ দেখিয়ে অধস্তন আদালতের বিচারকরা বিদেশ ভ্রমণের আবেদন করছেন। এ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিচারপ্রার্থী জনগণের দ্রুত বিচারিক সেবা দেওয়ার উদ্দেশে এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব এড়াতে প্রয়োজনীয় বিদেশ ভ্রমণ পরিহারে মত দিয়েছেন প্রধান বিচারপতি।

এ অবস্থায়, অতীব প্রয়োজন ব্যতীত অধস্তন আদালতের বিচারকদের বিদেশ ভ্রমণের আবেদন না করার জন্য নির্দেশ দেওয়া হলো।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
সনদ বাণিজ্য : কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
গরমে বিচারকাজ অনলাইনে করতে প্রধান বিচারপতির কাছে চিঠি
X
Fresh