• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন শহীদ কাদরী

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৮ আগস্ট ২০১৬, ১৯:৪৮

একুশে পদক পাওয়া যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী আর নেই। রোববার স্থানীয় সময় সকাল ৭টায় নিউইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবিপত্নী নীরা কাদরী বিষয়টি নিশ্চিত করেছেন।

কবির বয়স হয়েছিল ৭৪ বছর। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি।

শহীদ কাদরী ১৯৪২ সালের ১৪ আগস্ট ঢাকায় জন্ম নেন। তিনি ১৯৪৭ পরবর্তী বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন। যিনি নাগরিক জীবন সম্পর্কিত শব্দ চয়ন করে নাগরিকতা ও আধুনিকতাবোধের সূচনা করেন। তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দেন। তার কবিতায় রয়েছে ভাষা, ভঙ্গি ও বক্তব্যের তীক্ষ্ণ-শাণিত ছাপ। তারই হাত ধরে বাংলা কবিতায় সজীব বাতাস বইতে শুরু করে।

কাদরীর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)।

কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলা একাডেমী পুরস্কার ও একুশে পদক (২০১১) পান।

কে/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh