• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে’

আরটিভি নিউজ

  ১১ মে ২০২২, ২৩:৫৫

বিগত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে রাজধানীবাসীকে সতর্ক করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে, গত বছরের চেয়ে এবার ডেঙ্গু পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হতে পারে। এজন্য আমারা সবাইকে নিয়ে ডেঙ্গু মোকাবিলায় অভিযান শুরু করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ক্যাম্পেইন করছি।

বুধবার (১১ মে) রাজধানীর উত্তরায় এডিস ও ডেঙ্গু বিরোধী নাগরিক সচেতনতামূলক পথসভায় আতিকুল ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় এবার কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি, বেসরকারি কিংবা আধা সরকারি হোক এডিসের লার্ভা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

জানা গেছে, এডিস মশা নির্মূলে ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে ১০ দিনের অভিযান শুরু করেছে উত্তর সিটি করপোরেশন। ১৭ থেকে ২৬ মে এই অভিযান চালানো হবে।

এ বিষয়ে মেয়র বলেন, অভিযান চলাকালীন ১০ দিন মশক বিভাগের সব ছুটি বাতিল করা হয়েছে। এই ১০ দিন সবাইকে কাজ করতে হবে। এজন্য সামাজিকভাবে সব স্কুলে-কলেজ, পাড়া-মহল্লা ও মসজিদে খুতবার সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে সবার প্রতি আহ্বান জানান মেয়র।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
X
Fresh