• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শূন্য কোটায় হজে যাওয়ার আবেদন ১০ মে’র মধ্যে

আরটিভি নিউজ

  ০৭ মে ২০২২, ১৮:০৪
ছবি : সংগৃহীত

এবার ৬৫ বছরের বেশি বয়সীরা হজে যেতে পারবেন না। তবে তাদের পরিবর্তে পরিবারের অন্য সদস্য তাদের নামে হজে যেতে পারবেন। এ ক্ষেত্রে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে পরিবারের ওই সদস্যের। আগামী ১০ মে’র মধ্যে তাদের অবেদন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৫৭ সালের ১ জুলাইয়ের আগে যাদের জন্ম তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে নিবন্ধিতদের ৬৫ বছর অতিক্রম করলে, তার পরিবর্তে তার পরিবারের অপর সদস্য শূন্য কোটায় হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এতে আগ্রহী ব্যক্তি বেসরকারি এজেন্সির ক্ষেত্রে নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত প্রাক-নিবন্ধন গ্রহণ করতে হবে আগামী ১০ মে’র মধ্যে। পরে উভয় জনের স্লিপসহ ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে সরাসরি বা hajjofficeashkona@gmail.com ই-মেইলের মাধ্যমে লিখিতভাবে আবেদন করতে হবে। ১০ মে’র পর কারো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এ বছর ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন বলে জানানো হয়। কোটা অনুযায়ী, ইন্দোনেশিয়া থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক ১ লাখ ৫১ জন মুসল্লি হজ করার সুযোগ পাবেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২ জন হজ করতে পারবেন। পরের অবস্থানে থাকা ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। এখান থেকে ৫৭ হাজার ৫৮৫ জন সুযোগ পাবেন হজের জন্য।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
সুন্দরী প্রতিযোগিতায় প্রথম সৌদি নারী রুমি
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
X
Fresh