• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হাজী সেলিম আত্মসমর্পণ করতে পারেন ১৬ মে

আরটিভি নিউজ

  ০৫ মে ২০২২, ১৬:৪৬
হাজী, সেলিম, আত্মসমর্পণ, করতে, পারেন, ১৬, মে,
ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের কারাদণ্ড পাওয়া সরকার দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম আগামী ১৬ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে পারেন।

বৃহস্পতিবার (৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

তিনি বলেন, ১৬ মে’র দিকে হাজী সেলিম আত্মসমর্পণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করছি।

এদিকে, ব্যাংককে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

গত ১০ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুরান ঢাকার সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। হাইকোর্টের রায় অনুসারে ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করবেন হাজী সেলিম। এরপর তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করবেন।

গত বছরের ৯ মার্চ হাজী সেলিমের ১৩ বছর কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ১০ বছর বহাল রেখে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। পাশাপাশি তাকে ১০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

২০০৭ সালের ২৪ অক্টোবর অবৈধভাবে সম্পদ অর্জন এবং ৫৯ কোটি ৩৭ লাখ ২৬ হাজার ১৩২ টাকার তথ্য গোপনের অভিযোগে হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করে দুদক।

এরপর ২০০৮ সালের ২৭ এপ্রিল দুদক আইনের একটি ধারায় ১০ বছর এবং আরেকটি ধারায় ৩ বছর, মোট ১৩ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এ রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ অক্টোবর হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের ২ জানুয়ারি তার সাজা বাতিল করেন আদালত। এরপর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি হাইকোর্টের রায় বাতিল করেন এবং পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেন। এরপর গত বছরেরর ৩১ জানুয়ারি হাইকোর্টে পুনঃশুনানি শুরু হয় এবং ৯ মার্চ ওই রায় ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা
মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ 
X
Fresh