• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আইন সচিবকে হাইকোর্টে তলব

আরটিভি নিউজ

  ২০ এপ্রিল ২০২২, ১৮:১৩
আইন সচিবকে হাইকোর্টে তলব

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ারকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৬ এপ্রিল সশরীরে তাকে আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোকছেদুল ইসলাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতের আদেশ বাস্তবায়ন না করায় তাকে তলব করা হয়েছে বলে জানান তিনি।

আদালত সূত্র জানায়, ভ্যানটেজ ইন্টারন্যাশনাল লিমিটেড বনাম ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেডের একটি মামলায় হাইকোর্ট অফিস ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন চান আইন সচিবের কাছে। ২০১৯ সালের ২৩ মে প্রতিবেদনটি চাওয়া হলেও তা তিনি আদালতকে দেননি।

গত তিন বছরে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল কার্যালয়, রাষ্ট্রপক্ষ, কোম্পানির অফিসিয়াল লিকুয়েডরের পক্ষ থেকে বার বার এই প্রতিবেদনের জন্য যোগাযোগ করা হয়। কিন্তু আইন মন্ত্রণালয় আদালতে প্রতিবেদনটি দাখিল করেনি। এ কারণে হাইকোর্ট আইন সচিবের ব্যাখ্যা জানতে তাকে তলব করা হয়েছে।

আদালতের শুনানিতে কোম্পানির পক্ষে ছিলেন, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোজাম্মেল হক রানা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড, পাঁচ বছরেও শেষ হয়নি বিচার
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
এন্ডোস্কপি করাতে গিয়ে মৃত্যু, ফের অভিযোগ ল্যাবএইডের বিরুদ্ধে
X
Fresh