• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১৭:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে। বললেন, গুলশানে হলি আর্টিজানে হামলা করে উন্নয়ন সহযোগী জাপানীদের হত্যা করা হয়েছে। রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়েও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এর মধ্যে কোন তফাত দেখা যায় না।

শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গেল সাড়ে সাত বছরে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। কুইক রেন্টাল কেন দিলাম তা নিয়েও অনেক সমালোচনা শুনতে হয়েছে। কুইক রেন্টাল যদি না করতাম, বিদ্যুৎ সমস্যার সমাধান হত না।

তিনি বলেন, সর্বপ্রথম আমরা বেসরকারি বিদ্যুৎখাতের আইন করি ও উৎপাদন শুরু করি। এর আগে বিদ্যুৎ উৎপাদনের কোনো টেকসই পরিকল্পনা অন্য কোনো সরকার করেনি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত আওয়ামী লীগ সবসময় উন্নয়নের জন্য সংগ্রাম করেছে। জাতির অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। আওয়ামী লীগের লক্ষ্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করা।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh