• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গণতান্ত্রিক ভারসামপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১৩:০৩

টেকসই রাজনৈতিক দল এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এ উদ্দেশ্যে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একথা জানানো হয়।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, আমরা গণতান্ত্রিক ভারসামপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখি। যে দেশটি দক্ষিণ ও দক্ষিণ- পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা-বানিজ্যে সম্পর্ক তৈরি করবে।

আরও বলা হয়, অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র দূরীকরণ, স্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তাসহ বাংলাদেশের অগ্রগতির সবক্ষেত্রে গর্বিত সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র।

এছাড়া বিগত দশকগুলোতে বাংলোদেশের অর্থনৈতিক অগ্রগতি, পোশাক শিল্পে উন্নয়ন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের নাগরিকদের অংশগ্রহণ, খাদ্য ও স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতি বিষয়ে তথ্য তুলে ধরা হয়।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh