• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৬, ১২:৩০

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছেন। তামিম চৌধুরী গুলশানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী। সকালে পুলিশ প্রথমে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তারা সেটি না করে পুলিশের উপর হামলা চালালে পুলিশ অ্যাকশনে যায়।

অভিযান সমাপ্ত ঘোষণার পর পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক শনিবার দুপুরে নারায়ণগঞ্জে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট, সোয়াট ও নারায়ণগঞ্জ পুলিশ পাইকপাড়ার একটি ভবনে এক ঘণ্টার ওই অভিযান চালায়। অভিযানে নব্য জেএমবির তিন জঙ্গি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের চেহারা তামিমের সঙ্গে মিলে গেছে। তিনিই তামিম হবেন।

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে পুলিশ মনে করে। তাকে ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ।




এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh