• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জ অভিযানে তামিম চৌধুরী নিহত

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১০:১৫

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অভিযানে ‘নব্য জেএমবি’র শীর্ষ নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছেন। কানাডা প্রবাসী তামিম চৌধুরীকে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী বলে মনে করা হয়। কাউন্টার টেররিজম ইউনিট ডিএমপি শাখার প্রধান মনিরুল ইসলাম জানান, নিহত তিনজনের মধ্যে তামিম রয়েছেন।

এর আগে শনিবার ভোরে ঢাকা থেকে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল গিয়ে এই অভিযান শুরু করে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক।

কাউন্টার টেররিজম ইউনিট ডিএমপি শাখার প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জেএমবির এক সদস‌্যকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যমতে এই আস্তানার খোঁজ মেলে। র‌্যাব ও জেলা পুলিশ সদস‌্যরাও সেখানে রয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে উঠে তাঁরা দেখেন, বেশ কয়েকটি গাড়িতে করে আসা সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় পাঁচতলা একটি ভবন ঘিরে তৎপরতা চালাচ্ছেন। সাধারণ লোকদের ভিড়তে দেয়া হচ্ছে না। ভবনের দিকে যাবার সড়কে মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh