• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘জিয়ার পদক বাতিল হবে আত্মঘাতী’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ আগস্ট ২০১৬, ১৯:১৫

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পদক বাতিলের চেষ্টা হবে আত্মঘাতী। মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ২০০৩ সালে মরণোত্তর স্বাধীনতা পদক দেয় সরকার। সেই পদক বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা কমিটি। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ফখরুল অভিযোগ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক বাতিলের ষড়যন্ত্র করছে সরকার। যা নোংরা রাজনীতিরই অংশ।

তিনি বলেন, যারা গায়ের জোরে জিয়ার কীর্তি মুছতে চাচ্ছেন, তারাই হয়তো একদিন মুছে যেতে পারেন। এই দেশ থাকবে, পদক থাকবে কিন্তু ওই দল নাও থাকতে পারে।

জিয়াউর রহমান ১৯৭৭ সালে এই সম্মাননা চালু করেন। এর পর অনেক গুণিজন এই সম্মাননা পেয়েছেন।

বিএনপির মহাসচিবের আশা, রামপালে বিদ্যুৎকেন্দ্র তৈরি হবে না। শনিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ঘোষণা দেবেন।

এইচটি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh