• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের আলু নিতে চায় শ্রীলঙ্কা

আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২২, ২১:১৫
ছবি : সংগৃহীত

বাংলাদেশের আলু নিতে চায় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মিথালাওয়ে মাহিনদানার আলুথগামেজ আলু আমদানির এ আগ্রহ প্রকাশ করেন। শুক্রবার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে শ্রীলঙ্কার কৃষিমন্ত্রীর এ বৈঠক হয়।

মো. আব্দুর রাজ্জাক বৈঠকে শ্রীলঙ্কার নারকেল গবেষণা কেন্দ্রের সঙ্গে পারস্পারিক সহায়তা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিয়ে কথা বলেন। বাংলাদেশের সঙ্গে কৃষিখাতে সহযোগিতার জন্য শ্রীলঙ্কার দুইটি সমঝোতা স্মারক রয়েছে। এ সমঝোতা স্মারক বাস্তবায়নে অ্যাকশন প্ল্যানে সস্মত হয়েছেন দুই দেশের কৃষিমন্ত্রী।

চীনের সঙ্গে শ্রীলঙ্কার বার্টার সিস্টেম চালু আছে উল্লেখ করে একই পদ্ধতিতে বাংলাদেশে চা ও দারুচিনি রফতানি করতে চান শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী এ পদ্ধতিতে বাংলাদেশের আলু নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

তবে বাংলাদেশ বার্টার সিস্টেমের সম্ভাবনা আগে বিবেচনা করে দেখবে বলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক আশ্বাস দেন। সূত্র : বাসস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
X
Fresh