• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মোদি সরকারের মেয়াদকালেই ‘তিস্তা চুক্তি’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৭, ২১:২৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের মেয়াদকালেই বাংলাদেশ ও ভারতের মধ্যে ‘তিস্তা চুক্তি’ সই হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীস্থ সেতুভবনে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেতু মন্ত্রী বলেন, ভারত সরকার এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আর এ বিষয়ে আমরাও আশাবাদী, বর্তমান সরকারের শাসনামলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে।

ওবায়দুল কাদের বলেন, তিস্তার ব্যাপারে বাংলাদেশের জনগণের উদ্বেগের বিষয়টি আমি ভারতীয় হাইকমিশনারকে বলেছি।

জবাবে হর্ষ বর্ধন শ্রিংলা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদকালীন সময়েই তিস্তা চুক্তি সই হবে। ভারতীয় হাইকমিশনার তাকে বলেছেন যে ভাবে বলা হয়েছিল সেভাবেই চুক্তিটি করা হবে।

কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফরকালে ফেনী নদীতে সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে যৌথভাবে যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সে বিষয়ে আলাপ-আলোচনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার আগামী ৮ জুলাই ঢাকায় আসবেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh